জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হলে নেতা-কর্মীদের বড় অংশ সড়ক ছেড়ে নিরাপদে আশ্রয় নেন, তবে অনেকে বৃষ্টিতে ভিজে সড়কে নামাজ আদায় করেন।
রাজধানীর নয়াপল্টন এলাকায় সমাবেশস্থলে বৃষ্টিতে সড়কে জুমার নামাজ পড়েছেন বিএনপির নেতা-কর্মীরা।
জুমার নামাজের সময় বৃষ্টি শুরু হলে নেতা-কর্মীদের বড় অংশ সড়ক ছেড়ে নিরাপদে আশ্রয় নেন, তবে অনেকে বৃষ্টিতে ভিজে সড়কে নামাজ আদায় করেন।
শুক্রবার দুপুর ১টা পর্যন্ত আকাশে মেঘ ছিল, এর কিছুক্ষণের মধ্যেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। ১০ মিনিটের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হলে নেতা-কর্মীরা সমাবেশস্থলের আশেপাশে যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন।
অনেককেই ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে বৃষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতে দেখা যায়। অনেকেই কিছু না পেয়ে ভিজেছেন।
বৃষ্টি থামার পর বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।