আওয়ামী লীগের তিন সংগঠন ও বিএনপিসহ আরও কয়েকটি দলের সমাবেশের পাশাপাশি এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ও ভিভিআইপি মুভমেন্ট থাকায় রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ-র্যাব।
এ ছাড়া সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাঁজোয়া যান নিয়ে অবস্থানের পাশাপাশি সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য।
পুলিশ বলছে, ঢাকার জনগণের নিরাপত্তায় প্রস্তত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। যে কোনো নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে গোয়েন্দারা মাঠে সর্বদা কাজ করছেন। জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, লাঠি-সোটা ব্যবহার করলে কাউকে ছাড় দেয়া হবে না।
বাহিনীটি বলছে, রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে গোয়েন্দা তথ্য রয়েছে, সে অনুযায়ী মাঠে পুলিশ কাজ শুরু করেছে। ঢাকার প্রবেশমুখ ও রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে, যানজট পরিস্থিতি মোকাবিলা, নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার কৌশলে পুলিশ আগাম প্রস্তুতি নিয়েছে। যে কোনো অরপ্রীতিকর পরিস্থিতি কিংবা বিশৃঙ্খলা মোকাবিলায় থাকবে পুলিশের ‘স্পেশাল ফোর্স’ । সাইবার স্পেসেও চলছে সার্বক্ষণিক মনিটরিং।
সরেজমিনে দেখা গেছে, মগবাজার, বাংলামোটর, কাকরাইল, মৎসভবন, পল্টন, রাজারবাগ, গুলিস্তান, বায়তুল মোকাররম মসজিদের উত্তর- দক্ষিশ পাশ, শাহবাগসহ সমাবেশ কেন্দ্রিক এলাকাগুলো সাঁজোয়া যানসহ পুলিশের অবস্থান রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব-আনসার রয়েছে। গোয়েন্দা পুলিশও তৎপর আছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় কঠোর হবে পুলিশ।’