রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় ৬২ বছর বয়সী শামসুল মোল্লা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার রাত ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
আহত অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল খালেক মিয়া জানান, মাতুয়াইল পদচারী সেতুর সামনে সড়ক পারাপারের সময় মৌমিতা পরিবহনের একটি বাস শামসুলকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বাসটি জব্দ এবং চালককে আটক করা হয়।
উপপরিদর্শক বলেন, ‘ওই বৃদ্ধের গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর সিং জোড়া গ্রামে। তিনি কাজলা এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।’
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।