আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ জুলাই, বৃহস্পতিবার। ১৯৯৪ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংগঠনটি প্রতিষ্ঠা করেন। গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের পথ বেয়ে সংগঠনটি ২৮ বছরে পদার্পণ করছে।
প্রতিষ্ঠাবার্ষিকী পালনে নানা কর্মসূচি নিয়েছে সংগঠনটি। এর মধ্যে রয়েছে- সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সব শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
বিকেল ৩টায় যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে যৌথ সমাবেশের কর্মসূচি থাকলেও তা পিছিয়ে শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
রাত ৯টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে যাবেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। সেখানে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা নেয়ার পর প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন প্রয়াত মকবুল হোসেন। আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি পরবর্তীতে সংগঠনটির প্রথম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হয়েছিলেন।