রাজধানীর নয়াপল্টনেই ‘মহাসমাবেশ’ করার ঘোষণা দিয়েছে বিএনপি। তবে বৃহস্পতিবার নয়, দলটি এক দিন পিছিয়ে এ কর্মসূচি পালন করবে শুক্রবার।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, এই সমাবেশ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। এ জন্য এরই মধ্যে ঢাকায় জড়ো হয়েছেন অনেক নেতা-কর্মীরা। তবে সমাবেশের স্থান ও পুলিশের অনুমতি নিয়ে দিনভর নানা আলোচনা চলে।
এমন প্রেক্ষাপটে রাতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বিএনপি মহাসচিব। তিনি জানান, বৃহস্পতিবারের পরিবর্তে আগামী শুক্রবার সমাবেশ করবেন তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হবে জুমার নামাজের পর।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিএনপিকে সমাবেশে করার জন্য গোলাপবাগ মাঠ বেছে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে গোলাপবাগে সমাবেশ আয়োজনে রাজি নয় বিএনপি।