ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি টাকা নেয়ার অভিযোগে ফরিদপুরের পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, ‘ডেঙ্গু টেস্টের (এনএস ওয়ান) সরকার নির্ধারিত মূল্য তিনশত টাকা হলেও ২১ ও ২৩ জুলাই দুই রোগীর কাছ থেকে টেস্ট ফি বাবদ ১ হাজার টাকা করে নেয় শহরের পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। অভিযোগ পেয়ে বুধবার দুপুরে হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’
ফরিদপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম এ অভিযানে সহযোগিতা করে।