ঠাকুরগাঁওয়ে গাছের ডাল থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ ঈদগাঁ মাঠের পাশে একটি গাছ থেকে বুধবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রাণ হারানো কিশোর অমিরিত বর্মণ রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মঙ্গলবাড়ি গ্রামের অনিয়ার বর্মণের ছেলে। সে নবম শ্রেণিতে পড়ত।
রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান হান্নু জানান, স্থানীয়দের ধারণা, রাতে কেউ তাকে হত্যা করে গাছের ডালে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছে। পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক বলেন, ‘গাছের ডাল থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে। আমরা তদন্ত করছি এবং ঘটনাটি কেন কীভাবে ঘটলো তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’