ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় আজিম উদ্দিন নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা মীরবাজার রেললাইনে ওই দুর্ঘটনা ঘটে।
৭৯ বছর বয়সী আজিম উদ্দিন গফরগাঁও প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ছিলেন।
নিহতের ছেলে সোহেল বলেন, ‘সকালে বাবা বাড়ি থেকে বের হন। বেলা ১১টার দিকে মীরবাজার রেললাইন ক্রস করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তিনি ধাক্কা খান।’
তিনি জানান, স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা দিচ্ছিলেন চিকিৎসকরা। কিন্তু মাথা ও হাত-পায়ের আঘাত গুরুত্বর হওয়ায় তাকে বাঁচানো যায়নি। পরে পরিবারের লোকজন তার মরদেহ নিয়ে যান।’