মামলার শুনানির সময় বিচারপতিদের উদ্দেশ্য করে ‘মাই লর্ড’ শুনতে চান না হাইকোর্ট। তাই বিচারিক কাজ চলাকালে ‘মাই লর্ড’ বলতে নিষেধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।
মঙ্গলবার সকালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন।
সকালে বিচারকাজ শুরু হলে বিচারক শেখ মো. জাকির হোসেন বলেন, “আপনারা আর ‘মাই লর্ড’ বলবেন না। এখন তো দাসত্বের সময় নেই; প্রভুরা চলে গেছে।”
পরে আদালতের বাইরে এ বিষয়ে একটা নোটিশ টানিয়ে দেয়া হয়। বিশেষ ওই নোটিশে বলা হয়, অত্র বেঞ্চে সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবীদের ‘মাই লর্ড’-এর স্থলে ‘ইওর অনার’ বা ‘স্যার’ সম্বোধন করার নির্দেশ প্রদান করা হলো।
সংশ্লিষ্ট বেঞ্চের বেঞ্চ অফিসার মনির হোসেন এ আদেশের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এ নির্দেশ শুধুমাত্র আমাদের এই বেঞ্চের জন্য প্রযোজ্য, অন্য বেঞ্চের জন্য নয়।’
আদালতের এ আদেশে সন্তোষ জানিয়ে আইনজীবী মো. আজমল হোসেন নিউজবাংলাকে বলেন, “হাইকোর্টের এ নির্দেশনায় আমরা খুশি। বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি অনেক খুশি। তার কারণ ‘মাই লর্ড’ অর্থ ‘আমার প্রভু’। আমাদের ইসলাম ধর্মে শিরক হারাম। তাই মাই লর্ড বললে এক ধরনের শিরক হয়। এ নিদর্শনার পর অন্তত এই বেঞ্চে গেলে মাই লর্ড বলতে হবে না।”