পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের মেয়র প্রার্থী মো. মাহিবুল হোসেন মাহিম।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জমা হয়েছে।
অভিযোগে জেপির প্রার্থী জানান, প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ফাইজুর রশিদ ১০ হাজার টাকার বিনিময়ে ভোটারদের এনআইডি সংগ্রহের পাশাপাশি নির্বাচনের আগের দিন রাতে পাঁচটি কেন্দ্রের সিসি ক্যামেরার লাইন কেটে ইভিএমে ভোট কারচুপি করেছেন।
তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়ের পাশাপাশি পাঁচটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ রাখার ব্যাপারেও নির্বাচন কমিশনে অভিযোগ করলেও তারা কোন উদ্যোগ গ্রহণ করেননি।
তিনি বলেন, ‘আমার পোলিং এজেন্টরা ঘটনার প্রতিবাদ করলেও অনৈতিক সুবিধা নেওয়া প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার তা আমলে নেয়নি। কাজেই ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন ২০২৩ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় নাই। আমি এই নির্বাচনের ফলাফল প্রত্যাখান করছি এবং পুনরায় ব্যালট পেপারে সুষ্ঠু ভোট অনুষ্ঠানের আয়োজন করার অনুরোধ করছি।’