বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএনপি ভোটে আসবে কি না, তা আওয়ামী লীগের বিষয় না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • প্রতিনিধি, মানিকগঞ্জ   
  • ২৪ জুলাই, ২০২৩ ১৯:২৭

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি বা অন্য দল নির্বাচনে আসলো কি না,সেটা আমাদের (আওয়ামী লীগ) দেখার বিষয় না। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সরকার এবং আমরা এটাই চাই। আমরা চাই প্রতিযোগিতামূলক নির্বাচন। দেশের জনগণ যাতে করে  তাদের রায় (ভোট) দিতে পারে। আওয়ামী লীগ সরকার সেটাই চাচ্ছে এবং কাজ করে যাচ্ছে।'

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ আওয়ামী লীগের দেখার বিষয় না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকার প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক বাজেট পরিকল্পনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি বা অন্য দল নির্বাচনে আসলো কি না, সেটা আমাদের (আওয়ামী লীগ) দেখার বিষয় না। দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে দেশের সবনিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সরকার এবং আমরা এটাই চাই। আমরা চাই প্রতিযোগিতামূলক নির্বাচন। দেশের জনগণ যাতে করে তাদের রায় (ভোট) দিতে পারে। আওয়ামী লীগ সরকার সেটাই চাচ্ছে এবং কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের বেসরকারি এনজিও প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। এনজিও প্রতিষ্ঠানগুলো দেশের ও সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষকে নিয়ে কাজ করছে। বিশেষ করে জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসচেতনতার বিষয়ে কাজ করছে। এ ছাড়াও বিভিন্ন হাতের কাজের মাধ্যমে দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে তুলছে। সরকারি প্রতিষ্ঠানের পাশপাশি রেসরকারি এনজিও প্রতিষ্ঠানের প্রয়োজন আছে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, মাইক্রোত্রেডিট রেগুলেটারি অথরিটির এক্সিকিউটিভ ভাইস-চেয়ারম্যান মো.ফসিউল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মোহাম্মদ মনিরুজ্জামান, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান রোকেয়া ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর