ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া শ্বশুরের তথ্যে এবার গ্রেপ্তার হয়েছেন জামাই। এ সময় তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মো. রিপন শেখ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রোপলিটনের (দক্ষিণ) কার্যালয়ের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ এ তথ্য জানান।
ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘গত ১৭ই জুলাই ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আব্দুল কুদ্দুস, মো. নিজাম উদ্দিন ও কাশেম শেখ নামের ৩ জনকে গ্রেপ্তার করে ডিএনসির মতিঝিল সার্কেল। তাদের জিজ্ঞাসাবাদে কাশেম শেখ তার জামাই মাদক কারবারি রিপনের প্ররোচনায় ইয়াবা কারবারে জড়িত হবার কথা জানান। ঘটনার পর রিপন গা-ঢাকা দেয়। এর পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে রিপনকে ২০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ‘মীর রেডিমিক্স কংক্রিট কোম্পানির মিক্সিং গাড়িচালক হিসেবে চলতি বছরের জানুয়ারি মাসে চাকরি পান রিপন। কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে নির্মাণের কাজে দায়িত্বপালন অবস্থায় টেকনাফ-ভিত্তিক মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা ইব্রাহিম-মন্নাফের সঙ্গে পরিচিত হন তিনি। ঢাকায় ফিরে রিপন তাদের এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।
‘রিপন সর্বশেষ দুই মাসে কক্সবাজার থেকে ৫টি চালানে ইয়াবা আনেন, যার ২টি চালান ডিএনসির মতিঝিল সার্কেল জব্দ করে। প্রতি চালানে এজেন্ট হিসেবে রিপন ১৫-২০ হাজার টাকা করে পেতেন। কক্সবাজার-ভিত্তিক চক্রটি এজেন্ট হিসেবে নিয়োগের আগে ব্যাপক যাচাই-বাছাই করে।’
রিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে বলেও জানান ডিএনসির এ কর্মকর্তা।