ফরিদপুরের মধুখালী উপজেলায়ি এক পাটকল শ্রমিককে ধর্ষণ ও হত্যার মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাফিুজর রহমান সোমবার বিকেল সাড়ে চারটার দিকে এ আদেশ দেন।
৩২ বছর বয়সী কাজল রেখা কাজলীকে ধর্ষণ ও হত্যার দায়ে আসামিদের প্রত্যেককে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়।
এ রায় ঘোষণর সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আসামিদের পুলিশি পাহাড়ায় জেল হাজতে পাঠানো হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুন্নু সিকদার, নাজমুল হোসেন তেবেজ, ইসলাম মীর, আতিয়ার মোল্যা ও নাছির খান নয়ন। আসামিদের প্রত্যেকের বাড়ি মধুখালী উপজেলার বিভিন্ন গ্রামে।
মামলার বিবরণে জানা যায়, কাজলী ফরিদপুরের মধুখালী উপজেলার রাজধরপুর প্রাইডজুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ২০১৯ সালের ১৫ অক্টোবর রাতে ওই নারীকে ধর্ষণের পর আসামিরা হত্যা করে। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।
কাজলীর মা কল্যানী বিশ্বাস মরদেরহ উদ্ধারের দিন মুধখালী থানায় বাদী হয়ে ধর্ষণ ও হত্যার মামলা করেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সাহেব আলী ও সাইফুল আলম কললিস্ট যাচাইবাছাই শেষে ওই পাঁচজনকে আসামি উল্লেখ করে আদালতে চার্জশীট জমা দেন।