বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মধ্যরাতে ঘুরতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

  • প্রতিনিধি, সাভার    
  • ২৪ জুলাই, ২০২৩ ১৬:০৭

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।   

সাভারের আশুলিয়ায় মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় রোববার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুজন হলেন বরিশাল জেলার হিজলা থানার ২৪ বছর বয়সী আল মামুন। তিনি আশুলিয়ার জিরানী এলাকায় থেকে পল্লীবিদ্যুৎ এলাকায় ফার্নিচারের ব্যবসা করতেন। আরেকজন ২২ বছর বয়সী মো. এনামুল তার বন্ধু।

মামুনের চাচা মো. হৃদয় জানান, রোববার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় তার ভাতিজা ফার্নিচারের দোকান বন্ধ করে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় তারা দুর্ঘটনা শিকার হয়। এসময় পুলিশ এসে তার ভাতিজা ও তার বন্ধুকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ পাঠায়। হাসপাতালে নেয়ার পথে তাদের দুজনের মৃত্যু হয়।

সাভার হাইওয়ে থানার ওসি আজিজুল হক জানান, মূলত রাতের বেলা ইউলুপ সেভাবে দেখা যায় না। দ্রুত গতির মোটরসাইকেলটি ইউটার্ন নেয়ার সময় ইউলুপে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় হাইওয়ে পুলিশ দুই যুবককে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর