কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন বজ্রপাতে একটি মাদ্রাসার ৯ শিক্ষার্থী আহত হয়েছে।
উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বিষয়টি জানিয়েছেন।
আহত ৯ জন হলেন আবদুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্মলা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।
মাদ্রাসা সুপার মানিক মিয়া জানান, ক্লাস চলাকালে বজ্রপাতে ষষ্ঠ ও নবম শ্রেণির ৯ শিক্ষার্থী আহত হয়। আহত শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান জানান, বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসাসেবা দেয়া হয়। তাদের মধ্যে সাতজনকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।