বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আপনাদের বিবেকের কি কোনো দংশন নাই: ইসিকে এবি পার্টি

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৪ জুলাই, ২০২৩ ১৫:৪০

এবি পার্টির আহ্বায়ক এএফ এম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে ন্যায়বিচার পাব। ন্যায় প্রতিষ্ঠিত হবে। বাস্তবে ন্যায়–অন্যায় বোধের তফাৎ আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমরা এটা বুঝতে পারছি না। ন্যায়কে অন্যায় করা; অন্যায়কে ন্যায় করা, এটা আমরা দেখতে পারছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

নির্বাচন কমিশনের নিবন্ধন দৌড় থেকে ছিটকে পড়ে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনকে অনুরোধ করছি। প্রধান নির্বাচন কমিশনারসহ আপনাদের বিবেকের কি কোনো দংশন নাই? আপনাদের বিবেক কি কোনো দংশন করে না?

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সোমবার নিবন্ধন না পাওয়ায় প্রতিবাদ ও নিবন্ধন ফিরিয়ে দেয়ার দাবিতে প্রতিবাদলিপি জমা দিয়েছেন এবি পার্টি। এ ছাড়া একই দিনে নিবন্ধন পুনর্বিবেচনা চায় বিএমজেপি নামে আরেকটি দল।

ইসির নিবন্ধন পেতে ৯৩টি রাজনৈতিক দল আবেদন করলেও তিন দফার যাচাই-বাচাই শেষে গত ১১ এপ্রিল প্রাথমিক বাছাইয়ে টিকে যাওয়া ১২টি দলের তালিকা প্রকাশ করেছিল আউয়াল কমিশন। এরপর গত সপ্তাহে রোববার ১২টি দল থেকে মাত্র ২টি দলের নাম প্রকাশ করে আউয়াল কমিশন।

আগামী ২৬ জুলাইয়ের মধ্যে কারো দাবি আপত্তি জমা দেয়ার নির্দেশ দেয় সাংবিধানিক এ সংস্থা। দাবি আপত্তি শেষে এ দুই দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এর মধ্যেই বাংলাদেশ সুপ্রিম পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দুটি দলের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে।

প্রতিবাদলিপি জমা দেওয়ার পর দলটির আহ্বায়ক এএফ এম সোলায়মান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে ন্যায়বিচার পাব। ন্যায় প্রতিষ্ঠিত হবে। বাস্তবে ন্যায়–অন্যায় বোধের তফাৎ আমাদের বুঝতে কষ্ট হচ্ছে। আমরা এটা বুঝতে পারছি না। ন্যায়কে অন্যায় করা; অন্যায়কে ন্যায় করা, এটা আমরা দেখতে পারছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সঙ্গে সঙ্গে ন্যায় প্রতিষ্ঠিত করার ন্যায়বোধ জাগ্রত করার অনুরোধ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে মানুষের বিবেককে জাগ্রত করার অনুরোধ জানাচ্ছি।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে এবি পার্টির আহ্বায়ক বলেন, ‘আপনারা যে পর পর এতগুলো অন্যায় করে যাচ্ছেন। আপনারা লোকজন লাগিয়ে মাটি খুঁড়ে মানুষের ছোটখাটো অন্যায় খুঁজে বের করছেন কিন্তু যে দলকে নিবন্ধন দিলেন তাদের বিশাল বিশাল ত্রুটি, তাদের কোনো বাস্তবতা নাই।’

নিবন্ধন পুনর্বিবেচনা চায় বিএমজেপি

এ ছাড়া নিবন্ধন পুনর্বিবেচনা করার আবেদন করেছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। এদিকে বিএমজেপি সভাপতি সুকৃতি কুমার মণ্ডলের ইসিতে জমা দেয়া চিঠিতে বলা হয়, ‘বিএমজেপির নিবন্ধন সম্পর্কিত বিষয়টি পুনর্বিবেচনা করবেন। যারা এদেশের নিপীড়িত মানুষের কথা রাজনৈতিকভাবে তুলে ধরার জন্য প্রতিষ্ঠিত হয়েছে এবং একটি বৃহৎ জনগোষ্ঠি এ দলের দিকে তাকিয়ে আছে, তাদের একটি কথা বলার জায়গা হবে এটা আশা করে। তাদের সেই চাওয়াকে বঞ্চিত করবেন না আশা করি। এটা বিশ্বাস করতে চাই যে, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান হয়ে এ দলের মর্মকথা বুঝতে সমর্থ হবে।’

এ বিভাগের আরো খবর