নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বিএনপিকে শক্তি ও ভোটের পরীক্ষা দেয়ার আহ্বান জানালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
রোববার বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে এশিয়া মহাদেশে প্রথম স্থান অর্জন করায়’ গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান।
বিএনপির উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বাচনে আসুন, মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করুন। আপনারা সংবিধান মানেন না। অসংবিধানিকভাবে কথা বলেন।
‘বিএনপি নির্বাচনে আসুক, পরীক্ষা হয়ে যাক। কার কতখানি শক্তি আছে, কার কতখানি ভোট আছে। পরীক্ষার (নির্বাচন) মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যাবে।’
আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কারো কাছে হাত পাতে না। বাংলাদেশ অন্যদেশকে লোন দিয়ে থাকে। টাকা দিয়ে থাকে, সাহায্য করে থাকে এবং বাংলাদেশ অন্য দেশকে খাবার দিয়ে থাকে, অন্যদেশের কাছে খাবারের জন্য হাত পেতে থাকে না।
‘দেশের প্রত্যেকটি বাড়িতে বিদ্যুৎ, প্রত্যেকটি রাস্তা ঘাট পাকা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি মানুষের জন্য চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা করেছেন। এটাই শেখ হাসিনার উন্নয়ন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের সময়, মানুষ যখন কষ্টের সময় এবং দুর্যোগে বিএনপিকে পাশে পাওয়া যায় না। স্বাধীনতা যুদ্ধের সময় বিএনপি জামায়াতের সঙ্গে ছিল এবং স্বাধীনতার যুদ্ধের সময়ও বিএনপি বিরোধীতা করেছে। বিএনপি জামায়াত-দালালদেরকে এমপি মন্ত্রী বানিয়েছে। শেখ হাসিানর ওপর গ্রেনেড হামলা করেছে। বিএনপি দেশকে দেউলিয়া করে দিয়েছে।
‘বিএনপি কখনই আপন করে নিতে পারেন নাই। বিএনপি এখন আওয়ামী লীগকে হুমকি দেয়, আওয়ামী লীগকে আপনারা তাড়িয়ে দেবেন। বিএনপিকে বুঝতে হবে আওয়ামী লীগ ছোট সংগঠন নয়, আওয়ামী লীগ হিমালয় পবর্তের মতো দাঁড়িয়ে আছে। হিমালয় পবর্তকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে না।’
করোনাভাইরাস নিয়ন্ত্রণের কথা তুলে ধরে তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে আমাদেরকে ২০ হাজার বেড এবং প্রায় ৮০০ ল্যাব স্থাপন করতে হয়েছিল। তখন দেশে মাত্র একটি ল্যাব ছিল। নতুন করে ১০ হাজার ডাক্তার এবং ১৫ হাজার নার্স নিয়োগ দিতে হয়েছিল।
‘দেশের প্রতিটা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। কারণ করোনাভাইরাসের নিয়ন্ত্রণে অক্সিজেন ছিল সব চয়ে বড় ওষুধ।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা দেশের মানুষকে প্রায় ৩৫ হাজার কোটি ভ্যাকসিন দিয়েছি। যা মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়া হয়েছে।
‘এর কারণ শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশের মানুষের উন্নয়ন ও মানুষের জন্য কাজ করে থাকে। এ কারণে আগামীতে আমাদের সবাইকে কাজ করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। শেখ হাসিনা ছাড়া দেশর উন্নয়ন সম্ভব না।’
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বের মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌরসভার মেয়র মো. রমজান আলী ও সহ সভাপতি গাজী কামরুল হুদা সেলিমসহ দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।