বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাঘাইর

  • প্রতিনিধি, পঞ্চগড়   
  • ২৩ জুলাই, ২০২৩ ১৫:০৯

খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা মাছ দেখতে ভিড় করেন। ব্যবসায়ীরা মাছটি কেনার প্রস্তাব দিলেও শ্রমিকরা তা নিজেরাই কেটে ভাগ করে নেন৷

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাঘাইর মাছ। নদীর সর্দারপাড়া এলাকায় রোববার মাছটি ধরা পড়ে৷

পরে তারা মাছটি বাড়িতে নিয়ে যান৷ খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে ভিড় করেন। স্থানীয় ব্যবসায়ীরা মাছটি কেনার প্রস্তাব দিলেও শ্রমিকরা তা নিজেরাই কেটে ভাগ করে নেন৷

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ২৪ জন পাথর শ্রমিক ও কৃষক জাল দিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। তারা দল বেঁধে নদীতে জাল নিয়ে হাঁটার সময় মাছটি আটকা পড়ে। এরপর দ্রুত মাছটি বাড়িতে নিয়ে গিয়ে কেটে ভাগ করে নেন তারা।

মাছ ধরা দলের একজন জাহাঙ্গীর আলম বলেন, ‘গ্রামের মানুষরা নদীতে মাছ ধরতে যাই৷ বাঘাইর মাছটি বাড়িতে এনে ভাগ করে নিয়েছি।’

আরেকজন তরিকুল ইসলাম নাম বলেন, ‘আমাদের কেউ পাথর উত্তোলন, কেউ কৃষিকাজ, দিনমজুর হিসেবে কাজ করেন৷ এত বড় মাছ ধরতে পারব তা কখনও কল্পনা করিনি।’

এ বিভাগের আরো খবর