নারায়ণগঞ্জ সদরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে।
সদর উপজেলার ফতুল্লায় শনিবার রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে এ বিস্ফোরণ হয়।
দগ্ধ তিনজন হলো মো. আলম, তার ১২ বছর বয়সী ছেলে সিফাত এবং মো. রমজান আলী। তাদের গ্রামের বাড়ি কুমিল্লায়।
আলম ও রমজান ফতুল্লায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করেন।
তিনজনকে শুরুতে নারায়ণগঞ্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেখে আগুন আগেই নিভিয়ে ফেলেন স্থানীয়রা।’ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জন তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের শরীরের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ ও সিফাতের ২৮ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।