রাজধানীর খিলগাঁওয়ে একটি সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
খিলগাঁওয়ে মেরাদিয়া এলাকায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৬ বছর বয়সী মোবাশ্বর হোসেন নোয়াখালী জেলার সেনবাগ থানার বালিয়া কান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে।
মোবাশ্বরকে হাসপাতালে নিয়ে আসা তার চাচাতো ভাই কামাল উদ্দিন বলেন, ‘আমি গত ১৪ জুলাই খিলগাঁও থানাধীন মেরাদিয়ায় একটি সাত তলা ভবনের ছাদের ওপর এক রুমের ভাড়া বাসায় উঠি। আমার ভাই ৮ জুলাই এসএসসি পরীক্ষা শেষে আমার বাসায় বেড়াতে আসে। রাতে বাসার ছাদে হাঁটাহাঁটি করার সময় অসাধানতাবশত নিচে পড়ে যায় সে। পরে থানায় কল দিলে খিলগাঁও থানার পুলিশ এসে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শনিবার রাত দেড়টার দিকে তাকে মৃত বলে জানান।’
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুদয় জানান, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।