মৌলভীবাজারের কুলাউড়ায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার এসআই মো. আব্দুল আলিম দুর্ঘটনার বিষয়টি জানান।
নিহত ৩৮ বছর বয়সী আব্দুর রব মহসিন উপজেলার উছলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
মহসিনের আত্মীয় জয়নাল আবেদীন জানান, বাজার শেষে বাসায় ফেরার পথে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ বাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা মহসিনকে ধাক্কা দেয়।
এতে তিনি মাথায় আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মহসিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর মহসিনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
এসআই মো. আব্দুল আলিম বলেন, ‘অটোরিকশা ও চালককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’