বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়কে যুবদল-ছাত্রদল, যানজটে ভোগান্তি

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ২২ জুলাই, ২০২৩ ১৬:১৭

সবাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যানজটের মধ্যে এক পাশ থেকে অন্য পাশে মিছিল করে যেতে তাদের দেখা যায়। এ ছাড়া রমনা পার্কেও যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ চলছে। এতে সমাবেশস্থলের আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার সরেজমিন দেখা গেছে, শাহবাগ থেকে মৎস্য ভবনের সড়কে যানবাহনের জট। চালকরা ইঞ্জিন বন্ধ করে অপেক্ষা করছেন।

সবাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা সড়কে অবস্থান করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ যানজটের মধ্যে এক পাশ থেকে অন্য পাশে মিছিল করে যেতে তাদের দেখা যায়। এ ছাড়া রমনা পার্কেও যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।

সড়কে অবস্থান করা যুবদলের এক কর্মী বলেন, ‘আমরা বিভিন্ন এলাকা থেকে এসেছি। সড়কে মিছিলের কারণে এ যানজট। রমনা পার্কে ছায়া আছে। আমরা দুপুরের খাবার খাব। তাই এখানে অবস্থান নিয়েছি।’

এদিকে মৎস্য ভবন থেকে শাহবাগগামী সড়কে যানবাহন প্রবেশ করতেই পারছে না। রমনা, কাকরাইল, সেগুনবাগিচার দিক থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মৎস্য ভবন থেকে শাহবাগ সড়কে প্রবেশ করছেন।

এ পরিস্থিতিতে যাত্রীদের কেউ কেউ যানবাহন থেকে নেমে হেঁটে রওনা করছেন। এতে প্রচণ্ড গরমে ভোগান্তি চরমে পৌঁছেছে। ফুটপাতও নেতা-কর্মীদের দখলে থাকায় হাঁটাও সহজ হচ্ছে না।

এক যাত্রী নিউজবাংলাকে বলেন, ‘তারা সমাবেশ করবে ভালো কথা কিন্তু সমাবেশস্থলে না ঢুকে সড়কে কী? অনর্থক সড়কে জমায়েত হচ্ছে। অথচ সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা ফাঁকা।’

আরেক যাত্রী বলেন, ‘মৎস্য ভবন থেকে হেঁটে শাহবাগ যাচ্ছি। খুবই খারাপ অবস্থা। মানুষের সঙ্গে ধাক্কা খেয়ে সড়ক পার হতে হচ্ছে। আজ বাসা থেকে বের হওয়াটাই ছিল ভুল।’

শাহবাগ ট্রাফিক জোনের এসি শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘মিছিলের কারণে শাহবাগ-মৎস্য ভবন সড়কে যান চলাচল স্থবির ছিল। তবে সমাবেশ শুরু হওয়ার পর এখন একটু স্বাভাবিক হচ্ছে। তবে এখনও চাপ আছে। এদিকে জিরো পয়েন্টের কাছে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কর্মসূচি থাকার কারণে সড়কে প্রেশার আছে। আউট-গোয়িং সড়ক অর্থাৎ পল্টন থেকে জিরো পয়েন্ট হয়ে গোলাপশাহ সড়কেও জট আছে।’

এ বিভাগের আরো খবর