ঝালকাঠি সদর উপজেলায় শনিবার বাস উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হন।
নিহত তিনজন হলেন ২০ বছর বয়সী আইরিন আক্তার, ১৮ বছর বয়সী মো. নয়ন এবং ১৮ মাস বয়সী শিশু রিপা মনি। এদের মধ্যে আইরিন ও নয়ন সম্পর্কে ভাই-বোন। আর শিশু রিপা আইরিনের মেয়ে।
আইরিনের স্বজনরা জানান, আইরিন তার ছোট্ট শিশুকে নিয়ে গত এক মাস যাবত রাজাপুর উপজেলার বলাইবাড়ি নামক গ্রামে বাবার বাড়িতে ছিলেন। তার স্বামী রিপন হাওলাদার পেশায় ট্রলারচালক। তার স্বামীর বাড়ি বরিশালের হিজলা এলাকায়। শুক্রবার স্ত্রী আইরিনকে ১৮ মাসের শিশু রিপাকে নিয়ে বাড়িতে আসতে বলেন রিপন। স্বামীর বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় তিনজনই নিহত হন।
আইরিন ও নয়নের আরেক ভাই মো. রুবেল বলেন, ‘আমার ছোট ভাগ্নি এবং ভাইকে নিয়ে আমার বোন আইরিন তার শশুর বাড়ি হিজলাতে যাচ্ছিল। যাওয়ার পথে বাস দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে।’
বরিশাল-খুলনা মহাসড়কে উপজেলার ছত্রকান্দা এলাকায় বাসার স্মৃতি নামের যাত্রীবাহী বাসটি শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উল্টে পানিতে পড়ে যায়। এটি পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঝালকাঠি যাচ্ছিল।
দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭ জন আর আহত হয়েছেন ২৩ জন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ১৭ যাত্রীর মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রাখা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে নিউজবাংলাকে জানান সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।