বকেয়া মজুরি, বোনাস, উৎসব ভাতা, ভবিষ্যৎ তহবিলের বকেয়া টাকা, চিকিৎসা, স্থায়ী বাসস্থান নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন চা শ্রমিকরা।
জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী বাগানের চা শ্রমিকরা শনিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রোকনপুর বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ইমাম ও বাওয়ানী চা বাগানে কাজ করেন প্রায় ৩৬০ চা শ্রমিক। তারাই এ বিক্ষোভ শুরু করেন।
অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ওই সময় মহাসড়কের অন্তত পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
এক ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হলেও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে না পৌঁছায় অবরোধ তোলা যায়নি।