মেহেরপুরে সাপের ছোবলে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
প্রাণ হারানো ১৭ বছর বয়সী আবু জিহাদ আকাশ মেহেরপুরের গাংনী উপজেলার করমদী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য আবদুল ওহাব মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
আকাশের বন্ধু ও প্রতিবেশী শাকিল আহমেদ বলেন, ‘আকাশ তার বাড়ির নিজ কক্ষে ঘুমিয়ে থাকা অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তার ডান হাতে একটি সাপ কামড় দেয়। আকাশের চিৎকার শুনে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসেন।
‘দ্রুত তাকে ঘর থেকে বের করে ওঝা ডাকা হয়। ঘরের বিভিন্ন স্থানে খুঁজে খাটের পাশ থেকে উদ্ধার করা হয় ডোরাকাটা চন্দ্রবোড়া নামের একটি সাপ।’
আকাশকে ছোবল দেয়া সাপটিকে আটকে বয়ামে বন্দি করেন হাসান আলী নামের প্রতিবেশী এক যুবক।
আকাশের স্বজনরা রাতেই ওঝা ও কবিরাজ দিয়ে চিকিৎসা করান তাকে। এতে আকাশের অবস্থার কোনো উন্নতি না হলে শনিবার সকালে আকাশ ও তাকে ছোবল দেয়া সাপটিকে নিয়ে তারা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানে চিকিৎসক সকাল নয়টার দিকে কলেজছাত্রকে মৃত বলে জানান।
সাপটিকে আটক করা হাসান আলী বলেন, ‘আমি শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আকাশের বাড়িতে চিৎকার শুনে ছুটে গিয়ে জানতে পারি আকাশকে সাপে কামড় দিয়েছে। পরে বিছানার তোশক তুলে সাপটিকে দেখতে পাই।
‘আমি বাঁশ ও কঞ্চির সাহায্যে সাপটিকে ধরে বয়ামে আটকে রাখি।’