চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
ভোলাহাট-শিবগঞ্জ সড়কে উপজেলার ফলিমারি বিল এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ তিনজন আহত হয়েছেন, যাদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
নিহত দুজন হলেন ভোলাহাট উপজেলার গোহালবাড়ী গ্রামের ৪২ বছর বয়সী ফাতেমা বেগম ও ধরমপুর গ্রামের ৩৫ বছর বয়সী হেলাল।
ভোলাহাট থানার ওসি সেলিম রেজা জানান, সকালে শিবগঞ্জ থেকে ছেড়ে আসা ভোলাহাটগামী মিনি ট্রাক শিবগঞ্জগামী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অটোরিকশার চালকসহ আহত তিনজনকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার শিকার ট্রাক ও অটোরিকশাটি পুলিশের হেফাজতে আছে।