যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য বাংলাদেশি যুবক খুনের ঘটনায় শোক প্রকাশ করেছে ঢাকায় দেশটির দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজে বৃহস্পতিবার রাতে দেয়া পোস্টে বলা হয়, ‘আমরা বাংলাদেশের ২২ বছর বয়সী ছাত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে চাই, যিনি যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইতে দৃশ্যত ডাকাতির ঘটনায় মর্মান্তিকভাবে মারা গেছেন। আমরা আশা করি, যথাযথ কর্তৃপক্ষ নৃশংস এ অপরাধের পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচারের আওতায় আনবে। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে তিনটার দিকে মিসৌরিতে ২২ বছর বয়সী রোমিম উদ্দিন আহমেদকে গুলি করে হত্যা করা হয় বলে কানাডাভিত্তিক সংবাদমাধ্যমে বিএনএনের প্রতিবেদনে জানানো হয়েছে।
চট্টগ্রামের মীরসরাইয়ের বাসিন্দা রোমিম পড়াশোনার উদ্দেশ্যে ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে পড়াশোনার পাশাপাশি গ্যাস স্টেশনে খণ্ডকালীন কাজ করতেন তিনি।
দৃশ্যত ডাকাতির চেষ্টায় বাংলাদেশি এ ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিক মঞ্জুরুল হক।
তিনি আরও জানান, ঘটনার সময়ে রোমিম গ্যাস স্টেশনে কাজ করছিলেন।একদল দুর্বৃত্ত পার্ক করা গাড়ি ভাঙার চেষ্টা করলে রোমিম তাতে বাধা দেন। ওই সময় এক বন্দুকধারী তাকে গুলি করেন। পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রোমিমকে মৃত বলে জানান।
হত্যার ঘটনায় জাটাভিয়ান স্কট নামের ১৯ বছর বয়সী তরুণকে খুঁজছে মিসৌরি অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনী।