কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিয়ে অপর এক কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন। তারা সম্পর্কে ভাই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুটুম্বপুর এলাকায় শুক্রবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ভাই হলেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার বহরপুর গ্রামের ৩৪ বছর বয়সী চালক আজিজুল হক ও ২৩ বছর বয়সী সহকারী রবিউল হক।
পুলিশ জানায়, চট্টগ্রামমুখী কাভার্ড ভ্যানের পেছনে অপর কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ওবায়েদুল হক বলেন, ‘ধাক্কা খাওয়া কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছেন। নিহত ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’