রাজধানীর শাহজাহানপুরে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শাহজাহানপুরের গুলবাগ এলাকায় শুক্রবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৩২ বছর বয়সী মোহাম্মদ অলিউল্লাহ শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক নেতা।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আত্মীয় মামুন গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন অলিউল্লাহকে। রাত আড়াইটার দিকে চিকিৎসক অলিউল্লাহকে মৃত বলে জানান।
মামুন বলেন, ‘রাতে বাসায় ফেরার পথে শাহজাহানপুরের গুলবাগ জোয়ারদার লেনে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অলিউল্লাহকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে যায়।’
তিনি আরও জানান, অলিউল্লাহ শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় নিজ বাসায় থাকতেন। তার বাবার নাম নবীউল্লা।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি শাজাহানপুর থানাকে জানানো হয়েছে।’