বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাজনৈতিক কর্মসূচিতে পুলিশকে ধৈর্যর সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা

বৃহস্পতিবার ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়। এতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকে সভাপতিত্বে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত নগরীর অপরাধ নিয়ে আলোচনা হয়।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজপথের আন্দোলনে সক্রিয় হচ্ছে রাজনৈতিক দলগুলো। এ প্রেক্ষাপটে রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সদস্যদের ধৈর্যর সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেয়া হয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হওয়া এ সভায় নগরীর অপরাধ নিয়ে আলোচনা হয়।

সভায় ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের উপ কমিশনার, অতিরিক্ত কমিশনার, সহকারী কমিশনার, ভারপ্রাপ্ত কর্মকর্তাারা (ওসি) উপস্থিত ছিলেন।

সভায় অংশ নেয়া একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সভায় ওয়ারেন্ট তামিল, ছিনতাই, উঠান বৈঠক, কমিউনিটি পুলিশিংসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন কর্মকর্তা জানান, নগরীর বিভিন্ন অপরাধ পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের অবস্থান নিয়ে আলোচনা হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশকে ধৈর্যর সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার।

সভার আলোচনার বিষয়ে ডিএমপির অপরাধ বিভাগের এক উপকমিশনার বলেন, ওয়ারেন্ট তামিলে জোর দিতে বলা হয়েছে। গত কয়েকদিনে ছিনতাই বেড়েছে। রাতের ঢাকাকে নিরাপদ করতে পুলিশের তিনটি লেয়ারে তদারকি করা হচ্ছে। ছিনতাই কমাতে জোরালো পদক্ষেপের নির্দেশনা দেয়া হয়েছে।

ডিএমপি সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, গত কয়েকদিনের রাজনৈতিক কর্মসূচিতে যারা লাঠিসোটা নিয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে তাদেরও চিহ্নিত করার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

রাজনৈতিক কর্মসূচিতে পুলিশ সতর্ক থাকবে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি নিউজবাংলাকে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে। পুলিশ তার অবস্থানে থাকবে, সতর্ক থাকবে, নিরাপত্তা দিবে। তৃতীয় পক্ষ যাতে পুলিশ এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিপ্লব বিজয় তালুকদারেরর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদসহ যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর