ভেঙে যাওয়া গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়াপন্থিদের সদস্য সচিব হলেন ফারুক হাসান।
এই অংশের আগে সদস্যসচিব ছিলেন হাসান আল মামুন। তাকে পরিবর্তন করে সদস্যসচিব করা হয়েছে ফারুককে।
বৃহস্পতিবার রেজা কিবরিয়া তার ফেসবুকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণঅধিকার পরিষদের দপ্তর সহ-সমন্বয়ক শাহাবুদ্দিন শুভ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ সন্ধ্যায় ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ভার্চুয়াল সভায় সর্বসম্মতিক্রমে ফারুক হাসানকে গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সদস্যসচিব হিসেবে নির্বাচন করা হয়েছে।
এতে বলা হয়, গঠনতন্ত্রের আলোকে জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।