দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট।
বৃহস্পতিবার সকালে হিলি কাষ্টমসে এসব কিটের বিল অফ এন্ট্রি সাবমিট করা হয়। বুধবার সন্ধ্যায় ভারত থেকে ছোট একটি পিকআপে এই কিটগুলো আমদানি করা হয়।
আমদানিকারক প্রতিষ্ঠান মনোনীত সিআ্যন্ডএফ এজেন্ট সফিকুল ইসলাম বলেন, ‘দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এটি পরীক্ষার জন্য কিটের চাহিদা বেড়ে গেছে। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ল্যাকটেড ইন্টারন্যাশনাল প্রয়োজনীয় সব অনুমতি নিয়ে এলসি খোলেন। এর ফলে বুধবার সন্ধ্যায় হিলি স্থলবন্দর দিয়ে কিটবাহী পিকআপটি বাংলাদেশে প্রবেশ করে।’
তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালে কাস্টমসে বিল অফ এন্ট্রি সাবমিট করা হয়েছে। এরপরে কাস্টমস কর্তৃক পরীক্ষণ শুল্কায়ন সম্পূর্ণ হলে আরোপিত শুল্ক পরিশোধ করার পরে বন্দর থেকে খালাস করে তা আমদানিকারকের কাছে পৌঁছে দেয়া হবে। এসব কিট ঢাকার বিভিন্ন হাসপাতালে সরবরাহের বরাদ্দপত্র পেয়েছে ওই আমদানিকারক প্রতিষ্ঠান।’
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বুধবার হিলি স্থলবন্দর দিয়ে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্ট কিট আমদানি হয়েছে। কাস্টমসের সব প্রক্রিয়া শেষে পণ্যের আউটপাস সম্পন্ন হলে বন্দরের প্রক্রিয়া শেষে এসব মালামাল আমদানিকারকের কাছে বুঝিয়ে দেয়া হবে।