বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কক্সবাজারে প্রবাসী হত্যায় আটজনের ফাঁসি

  • প্রতিনিধি, কক্সবাজার   
  • ২০ জুলাই, ২০২৩ ১৬:০৩

এপিপি শওকত বেলাল জানান, ২০০০ সালের ১৩ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোনা এলাকার প্রবাসী মোহাম্মদ হোসেনের বাড়িতে তার জামাতা মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে। ওই সময় তারা মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে।

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় মোহাম্মদ হোসেন নামের প্রবাসীকে হত্যার দায়ে আটজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

একই মামলায় অপর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোশাররফ হোসেন বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শওকত বেলাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন মঞ্জুর হোসেন, মোহাম্মদ আলম, শহর মল্লুক ওরফে কালু, আনোয়ার হোসেন ওরফে কালুইন্না, জসিম উদ্দিন, মোস্তাক, আক্তার কামাল ও সাহাব উদ্দিন। তাদের সবার বাড়ি কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায়।

রায় ঘোষণার সময় আসামিদের কেউ আদালতে উপস্থিত ছিলেন না।

এপিপি শওকত বেলাল জানান, ২০০০ সালের ১৩ জুন কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়ারঘোনা এলাকার প্রবাসী মোহাম্মদ হোসেনের বাড়িতে তার জামাতা মঞ্জুর আলমের নেতৃত্বে দুর্বৃত্তরা দরজা ভেঙে প্রবেশ করে। ওই সময় তারা মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে ওই বছরের ১৫ জুন কক্সবাজার সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

এ রায় ঘোষণার মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছে বাদীপক্ষ।

এ বিভাগের আরো খবর