বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জমি নিয়ে বিরোধের জেরে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

  • প্রতি‌নি‌ধি, মাদারীপুর   
  • ২০ জুলাই, ২০২৩ ১৫:৩৭

নিহতের বাবা মামুন শরীফের অভিযোগ, তার ছেলেকে হত্যা করেছেন প্রতিবেশী শের আলী, তবে শের আলীর স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেছেন।

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে আবদুর রহমান নামের শিশুকে পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে বুধবার সন্ধ্যায় পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ।

দুই বছর বয়সী আবদুর রহমান ওই গ্রামের মামুন শরীফের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, মামুন শরীফের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী শের আলী শরীফের। এ নিয়ে আদালতে মামলাও চলছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে শের আলী শরীফ বুধবার বিকেলে মামুনের ছেলে আবদুর রহমানকে বাড়ির পাশের পুকুরে ফেলে হত্যা করেন।

খবর পেয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এটি পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে শিশুটির পরিবার।

নিহতের বাবা মামুন শরীফ বলেন, ‘আমার ছেলেকে শের আলী ও তার লোকজন মেরে ফেলেছে। আমি এ ঘটনার বিচার দাবি করছি।’

বাড়িতে গিয়ে অভিযুক্ত শের আলী শরীফকে পাওয়া যায়নি। তার স্ত্রী রুমা বেগম জানান, জমি নিয়ে বিরোধের কারণে মিথ্যা অভিযোগ দিয়ে তার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছেন মামুন ও তার পরিবারের লোকজন।

তার দাবি, আবদুর রহমানকে কেউ হত্যা করেনি। এটি ‘স্বাভাবিক মৃত্যু’।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘এখনও কেউ লিখিত অভিযোগ দেননি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর