বাসার সামনে এসে একদল যুবক হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রাজধানীর দক্ষিণখানের আশকোনায় একটি বেসরকারি হাসপাতালে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
হিরো আলম বলেন, ‘আমি আমার জানের নিরাপত্তা পাইতেছি না। আর পুলিশের কাছেও নিরাপত্তা চইবো কিন্তু পুলিশই তো আমাকে সন্ত্রাসীদের কাছে উঠায় দিছে। কার কাছে আমি নিরাপত্তা পাবো আমি জানি না।’
তিনি বলেন, ‘‘বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ৮-১০ জন ছেলেপুলে আসছিল আমার বাসার সামনে। তখন তারা ‘আলম বের হ’ বলে হুমকি দিয়েছে। আমি জানি না তারা কারা। তখন তারা আমার বাসার গেট ভাংচুর করছে। এই জন্য আমি কোন নিরাপত্তা পাইতাছি না। তাই আপনাদের জানালাম।’
বিষয়টা পুলিশকে জানিয়েছেন কি না, এমন প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি ডিবির হারুন ভাইকে আমার শঙ্কার কথা জানিয়েছি, এছাড়া আমি হাতিরঝিল থানার ওসিকে জানিয়েছি। তিনি আমাকে অভিযোগের কাগজ দিতে বলেছিলেন, পরে আমি একজনকে দিয়ে কাগজ পাঠিয়ে দিয়েছি।’