ফেনীতে পদযাত্রা ও শান্তি সমাবেশকে ঘিরে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে সংবাদকর্মীদের ওপর হামলা ও প্রেস ক্লাব ভাঙচুরের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিকরা বুধবার দুপুর ১২টার দিকে এ কর্মবিরতি শুরু করেন, যা চলে দুই ঘণ্টাব্যাপী।
কর্মসূচিতে ডিবিসি টিভি ও নিউজবাংলার ফেনী প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
তাদের একজন বলেন, ‘প্রেস ক্লাব সাংবাদিকদের তীর্থভূমি; সাংবাদিকদের জন্য পবিত্র জায়গা। এই ভবনে হামলা স্বাধীন গণমাধ্যমের ওপর হামলা।’
সাংবাদিকদের ভাষ্য, ভিডিও ফুটেজে হামলাকারীদের স্পষ্ট দেখা গেছে। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।