বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ: বিএনপির দুই সহস্রাধিক নেতা-কর্মীর নামে মামলা

  • প্রতিনিধি, ফেনী    
  • ১৯ জুলাই, ২০২৩ ১৪:২১

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহিদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা হয়েছে।

ফেনীতে পুলিশ-বিএনপি ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই হাজার ৮৮ জন নেতা-কর্মীর নামে মামলা করা হয়েছে।

বিএনপির গতকালের পদযাত্রা কর্মসূচিতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে বুধবার ফেনী মডেল থানায় এ মামলা করা হয়। শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হায়াত উল্ল্যাহ বাদী হয়ে ৮৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই হাজার জনের নামে মামলাটি করেন। তাৎক্ষণিকভাবে মামলার আসামিদের নাম পাওয়া যায়নি।

ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার বিকেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের পদযাত্রা কর্মসূচি চলাকালে শহীদ শহিদুল্লা কায়সার সড়ক ও ট্রাংক রোডে নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশ ও পথচারীদের গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মামলা হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘পদযাত্রায় বিএনপির এতো বড় সমাগম দেখে আওয়ামী লীগ ও পুলিশ সহ্য করতে পারেনি। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগ অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। এতে আমাদের নেতা-কর্মীরা আহত হয়েছে। আবার এখন মামলাও হয়েছে আমাদের নামে। এসব করে এ সরকারের ক্ষমতা আর ধরে রাখা যাবে না।’

এ বিভাগের আরো খবর