দিনাজপুরের বিরল উপজেলায় থ্রি হুইলারে (পাগলু) ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় পাগলুর আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
দিনাজপুর-বোচাগঞ্জ সড়কে বিরল উপজেলার তৈয়বপুর বটতলা মোড়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ৫৫ বছর বয়সী লক্ষ্মীকান্ত দাস বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর গ্রামের প্রয়াত শম্ভু চন্দ্র দাসের ছেলে।
আহত যাত্রীর পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে বিরল থানার ওসি রেজাউল হাসান রেজা জানান, বুধবার সকালে যাত্রীবাহী একটি পাগলু বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসছিল। পথে বিরল উপজেলার তৈয়বপুর বটতলা এলাকায় বিপরীত থেকে আসা একটি ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে পাগলুটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ওই সময় ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক।
তিনি আরও জানান, পাগলুর যাত্রী লক্ষ্মীকান্ত ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় একজনকে দিনাজপুরের এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীকান্তের মরদেহ ও দুর্ঘটনার শিকার পাগলুটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় বিরল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।