রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের সামনে গাড়ির ধাক্কায় মোহাম্মদ আলী নামের এক যুবক নিহত হয়েছেন।
কলেজের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় বুধবার সকাল ৭টার দিকে গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়।
২৫ বছর বয়সী মোহাম্মদ আলী লেগুনার চালক ছিলেন।
দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় মোহাম্মদ আলীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সকাল পৌনে ১০টার দিকে তাকে মৃত বলে জানান।
আলীকে হাসপাতালে নিয়ে আসা তার ভগ্নিপতি জসিম উদ্দিন জানান, মোহাম্মদ আলী সকালে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।’