রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
যাত্রাবাড়ী এলাকার বিদ্যুৎগলিতে বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে প্রাণ হারানো ৩২ বছর বয়সী মো. হাসান মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী সদরে। তিনি রাজধানীর সায়েদাবাদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনাছ বলেন, ‘খবর পেয়ে আমরা তাকে (মিস্ত্রি) উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ‘আমরা এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে জানতে পারি, নিহত যুবক যাত্রাবাড়ীতে একটি ওয়ার্কশপের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তাকে ফেলে পালিয়ে যায়।’
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, পূর্ব শত্রুতার কারণে হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।