প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয়, নিরপেক্ষ সরকারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার রাজধানীর আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু করেছে বিএনপি।
ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এ পদযাত্রায় অংশ নিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সকালে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে দেখা যায়, প্ল্যাকার্ড হতে সড়কে জড়ো হন দলের নেতা-কর্মীরা। তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
পদযাত্রা শুরুর স্থানে ট্রাকে অস্থায়ী মঞ্চ দেখা যায়। সেখানে আসতে শুরু করেছেন দলের কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
পদযাত্রায় অংশ নিতে আসা কর্মীদের উদ্দেশে মাইক থেকে বক্তব্য দিতে শোনা যায়।
সড়কে বিএনপি নেতা-কর্মীদের অবস্থানের কারণে এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়ে বুধবার পদযাত্রা করবে বিএনপি।
আব্দুল্লাহপুরে অস্থায়ী মঞ্চে বিএনপি নেতাদের বক্তব্যের পর শুরু হয় পদযাত্রা।