খুলনার পাইকগাছায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক ব্যক্তির পলায়নের ঘটনায় পুুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে থানা থেকে প্রত্যাহার করে খুলনা পুলিশ লাইনসে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি বলেন, পুলিশ সুপারের নির্দেশে তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।
পাইকগাছা থানা সূত্রে জানা যায়, ডাকাতির প্রস্তুতির ঘটনায় রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরাশী গ্রামের ৪০ বছর বয়সী মনিরুল ইসলামকে সন্দেহভাজন হিসেবে আটক করেন এএসআই নাসির উদ্দীন। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে করে থানায় নেয়া হচ্ছিল। ওই সময় পাইকগাছা পৌরসভার পোস্ট অফিস মোড়ে পুলিশকে আহত করে তিনি পালিয়ে যান।
ওই রাতে সাড়ে ১০টার দিকে পৌরসভার বাতিখালীর ওয়াপদা রাস্তার ওপর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফের আটক করা হয় মনিরুলকে।