বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেনীতে বিএনপির পদযাত্রায় ত্রিমুখী সংঘর্ষ, সাংবাদিকসহ শতাধিক আহত

  • প্রতিনিধি, ফেনী   
  • ১৮ জুলাই, ২০২৩ ২০:৩৫

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, ‘পদযাত্রা নিয়ে ইসলামপুর এলাকায় যাওয়ার পর হঠাৎ আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় নেতাকর্মীরাও ক্ষেপে উঠে। সংঘর্ষ বেধে যায়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হন।’

ফেনীতে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিক, দলীয় নেতাকর্মীসহ শতাধিক ব্যক্তি আহত হন।

মঙ্গলবার বিকেলে শহরের ট্রাঙ্ক রোডে এ সংঘর্ষ হয়।

ফেনী জেলা বিএনপির নেতাকর্মীরা শহরের ট্রাংক রোডের দাউদপুর ব্রিজ এলাকা থেকে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি ইসলামপুর সড়কের মাথায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

এ সময় পুলিশের ওপর বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০-৩০টি ফাঁকা গুলি ছোড়ে।

সংবাদ সংগ্রহের সময় মোহনা টিভি ও স্থানীয় দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তোফায়েল আহমেদ নিলয় ও মুস্তাফিজ মুরাদ আহত হন।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রাটি শহরের শহীদ মিনার থেকে শুরু হয়ে ট্রাঙ্ক রোডে ফেনী প্রেসক্লাবের সামনে এলে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আবার সংঘর্ষ হয়।

এ সময় দুর্বৃত্তরা ফেনী প্রেসক্লাব লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে ক্লাবের পূর্ব পাশের কাচের দরজা ভেঙে যায়। তখন প্রেসক্লাবে অবস্থানরত ডেইলি অবজারভার ও ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া আহত হন।

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন বলেন, ‘পদযাত্রা নিয়ে ইসলামপুর এলাকায় যাওয়ার পর হঠাৎ আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় নেতাকর্মীরাও ক্ষেপে উঠে। সংঘর্ষ বেধে যায়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হন।’

ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘এ ঘটনায় আমাদের ১৪/১৫ জন নেতাকর্মী আহত হন।’

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে। এ সময় আমাদের কয়েকজন সদস্য আহত হন।’

এ বিভাগের আরো খবর