খুলনায় বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ পুলিশের ওপর হামলার অভিযোগে ৮০ জনের নামে মামলা হয়েছে।
পুলিশ বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলাটি করে বলে জানান খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন।
তিনি বলেন, ‘তারুণ্যের সমাবেশ শুরুর সময় একদল উচ্ছৃঙ্খল নেতা-কর্মী বৃষ্টির মধ্যে পুলিশের ওপর হামলা করে। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন ও পুলিশের একটি মোবাইল পেট্রল গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি সাধনের অভিযোগে সোমবার রাতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আসামিদের ধরতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযান চালানো হচ্ছে।’
মামলায় ৮০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইস্তিয়াক আহমেদ ইস্তি, সদস্য সচিব তাজিম বিশ্বাসসহ ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিদের নাম উল্লেখ না করে অজ্ঞাত রাখা হয়েছে।
এ বিষয়ে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিলটন বলেন, ‘পুলিশ যে অভিযোগ এনে মামলা করেছে, এ রকম কিছুই ঘটেনি। একেবারে তুচ্ছ একটি বিষয় নিয়ে মামলা করা হয়েছে।’
সোমবার বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালী ব্যাংক চত্বরে বিএনপির ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ভোটাধিকার পুনরুদ্ধার, বাকস্বাধীনতা, নিরপেক্ষ বিচারব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থানের দাবিতে খুলনা বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ সমাবেশের আয়োজন করে।