রাজধানীর খিলগাঁওয়ের পূর্ব গোড়ানর একটি পোশাক কারখানা থেকে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ২৭ বছর বয়সী আপু চন্দ্রদাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ মর্গে নিয়ে যায় খিলগাঁও থানা পুলিশ।
আপুকে হাসপাতালে নিয়ে আসা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, আমরা ৯৯৯-এ খবর পেয়ে সকালে খিলগাঁওয়ের ৪ নম্বর পূর্ব গোড়ানে একটি গার্মেন্টসের এক কক্ষ থেকে জুটের কাপড় গলায় পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত ওই মরদেহ উদ্ধার করি।
তিনি বিলেন, মরদেহ উদ্ধার করে পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে নেয়া হয়।
এসআই বলেন, কী কারণে এই যুবক আত্মহত্যা করেছে এ বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি। নিহতের পরিবারদের খবর দেয়া হয়েছে। তারা আসলে বিস্তারিত জানা যাবে।
পুলিশ জানিয়েছে, নিহতের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার সরারচর গ্রামে। তার বাবার নাম সুভাষ চন্দ্র দাস। খিলগাঁওয়ে পোশাক কারখানার ভেতরেই থাকতেন তিনি।