ঢাকার সেন্ট্রাল হাসপাতালে সৃষ্ট ঘটনার প্রতিবাদে সিলেটে প্রাইভেট প্র্যাক্টিস ও অস্ত্রোপচার বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ফলে দুর্ভোগে পড়েছেন রোগীরা।
চিকিৎসকদের এই আন্দোলনের কারণে রোগীর চাপ বেড়েছে বিভাগের বৃহৎ সরকারি চিকিৎসা কেন্দ্র ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। সক্ষমতার প্রায় তিনগুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন এ হাসপাতালে।
ঢাকার সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারের পর নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ডা. মুনা সাহা ও ডা. শাহজাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ও মঙ্গলবার দুদিন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা এবং অস্ত্রোপচার বন্ধের ডাক দেন দেশের গাইনি চিকিৎসকরা।
অন্য চিকিৎসকরাও তাদের এই আন্দোলনে যোগ দিয়েছেন। ফলে সোমবার সিলেটে বন্ধ ছিলো সব চিকিৎসকের প্রাইভেট প্র্যাক্টিস। জানা গেছে, বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচারেও অংশ নেননি তারা ।
সারাদেশের মিড-লেভেল চিকিৎসকদের সঙ্গে আগে থেকেই কর্মবিরতিতে রয়েছেন ওসমানী হাসপাতালের মিড-লেভেল চিকিৎসকরা।
রোগীর চাপ বৃদ্ধির সঙ্গে মিড-লেভেল চিকিৎসকদের কর্মবিরতির কারণে সোমবার ওসমানী হাসপাতালে সেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয় রোগীদের।
সিলেটে ডাক্তারপাড়া খ্যাত রিকাবীবাজার এলাকার স্টেডিয়াম মার্কেটে কয়েকশ' চিকিৎসকরে চেম্বার রয়েছে। সোমবার বিকেলে স্টেডিয়াম মার্কেটে গিয়ে দেখা যায়, বেশিরভাগ চেম্বারই বন্ধ। কয়েকটি চেম্বার খোলা থাকলেও চিকিৎসক আসেননি।
আন্দোলনের ব্যাপারে গাইনি চিকিৎসকদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) সিলেট শাখার সদস্য ডা. সুরাইয়া আফরোজ জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করছি। আমাদের সঙ্গে একাত্মতা পোষণ করে অন্যান্য বিভাগের চিকিৎসকরাও প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন। এছাড়া বেসরকারি হাসপাতালে অপারেশন বন্ধ রয়েছে।
ওসমানী হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বেড়ে যাওয়া প্রসঙ্গে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। ৯০০ জনের সেবা দিতে পারি আমরা। কিন্তু সোমবার দুপুর পর্যন্ত ২৪০০ রোগী ভর্তি রয়েছে। বিকেলের পর থেকে রোগীর চাপ আরও বাড়ে। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন প্রায় সাড়ে ৩ থেকে ৪ হাজার রোগী সেবা নেন। সেখানেও রোগীর চাপ বেড়েছে।
তিনি আরও জানান, এমনিতেই মিড-লেভেল চিকিৎসকরা ধর্মঘটে আছেন। তার ওপর রোগীর চাপ কয়েক গুণ বেড়েছে। তবু সব বিভাগেই সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে হাসপাতালে।