খুলনার বটিয়াঘাটায় কাজিবাছা নদী থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মো. লুৎফুল কবির নেওয়াজের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
রোববার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে তিনি গত ১২ জুলাই থেকে নিখোঁজ ছিলেন।
রূপসা নৌ থানার ওসি মো. রুহুল ইসলাম শেখ জানান, স্থানীয়রা নদীর তীরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। তার পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের মাথায় আঘাত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
প্রাণ হারানো মো. লুৎফুল কবির নেওয়াজের মেজো ভাই জহরুলুল হায়দার বলেন, ‘গত বুধবার থেকে তিনি খুলনার বাসা থেকে নিখোঁজ ছিলেন। তার দুটি ছেলে সন্তান রয়েছে। কী কারণ কারা তাকে হত্যা করেছে, তা বলতে পারছি না।’
দুদক খুলনার বিভাগীয় স্পেশাল পিপি খন্দকার মুজিবুর রহমান জানান, তার সহকর্মী আইনজীবী লুৎফুল কবির নেওয়াজ গত বৃহস্পতিবার আদালতে আসেননি, তার ফোনও বন্ধ ছিল। ফলে তারা কোনো খোঁজ নিতে পারেননি। রোববারও তিনি আদালতে আসেননি, সন্ধ্যায় তার মরদেহ উদ্ধারের খবর পান।