বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিএসএমএমইউর উপাচার্যের আশ্বাসে সড়ক ছাড়লেন শিক্ষানবিশ চিকিৎসকরা

  • প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়   
  • ১৬ জুলাই, ২০২৩ ১৯:২৬

পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘উপাচার্য আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন। উপাচার্য স্যারের আশ্বাসে আমরা সড়ক ছাড়ছি। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের আশ্বাসে পাঁচ ঘণ্টা পর সড়কের অবস্থান ছেড়েছেন পোস্টগ্রাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকরা।

এতে বিকেল ৫টার দিকে শাহবাগ-কাঁটাবন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বিকেল ৪টার দিকে উপাচার্যের সঙ্গে দেখা করেন চিকিৎসকদের তিন সদস্যের প্রতিনিধি দল।

এর আগে পোস্টগ্র্যাজুয়েট শিক্ষানবিশ চিকিৎসকরা ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ-কাঁটাবন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস্ অ্যাসোসিয়েশনের ব্যানারে বিএসএমএমইউ ও বিসিপিএসের অধিভুক্তরা এ আন্দোলন করছেন।

ওই শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য বর্তমানে ২০ হাজার টাকা ভাতা নির্ধারিত রয়েছে। তা ৫০ হাজার টাকা করে নিয়মিত প্রদানের দাবি তাদের।

রোববার দুপুর ১টার দিকে তারা সড়কে অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে শাহবাগ থেকে কাঁটাবন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রীদের হেঁটে এ অংশটুকু পার হতে দেখা গেছে।

আন্দোলনস্থলে উপচার্য মো. শারফুদ্দিন আহমেদ এসে বলেন, ‘তোমাদের এ দাবি নিয়ে আমি ঊধ্বর্তন কতৃপক্ষের সঙ্গে কথা বলেছি। দাবিটা তাদের পর্যালোচনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘তোমরা সাত দিনের জন্য আন্দোলন থেকে সরে যাও। পড়ালেখায় ফিরে যাও। তোমাদের একটা সুন্দর সমাধান দেয়ার জন্য আমি আজকে স্বাস্থ্য সচিবের সঙ্গে বসব।’

তার এ ঘোষণার পর পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘উপাচার্য আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং সুখবর জানাবেন।’

তিনি আরও বলেন, ‘উপাচার্য স্যারের আশ্বাসে আমরা সড়ক ছাড়ছি। তবে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’

পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার কথা ছিল। ১০টার দিকে আন্দোলনকারীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফটক দিয়ে বের হতে চাইলে পুলিশ আটকে দেয়। পরে আন্দোলনকারীরা হাসপাতালের ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে এলে হাসপাতালের আউটডোরের সামনে পুলিশ তাদের বাধা দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ এ সময় পুলিশ তাদের লাঠিচার্জ করেছে।

আন্দোলনকারীদের একজন রাশেদা সুলতানা বলেন, ‘আমাদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। আমাদের উড়না, ইউনিফর্ম তারা ছিড়ে ফেলেছে।’

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) হাসপাতালের আন্দোলনকারী চিকিৎসক মোজাম্মেল হোসেন জানান, বর্তমান ভাতা ২০ হাজার টাকা হলেও সেটা নিয়মিত দেয়া হয় না। ভাতা ৫০ হাজার টাকা করে দেয়ার দাবি করা হচ্ছে। আর সেটা হতে হবে নিয়মিত।

সড়কে অবস্থানের সময় আন্দোলনকারীরা ‘ক্ষুধা পেটে সেবা নয়, অধিকার চাই ভিক্ষা নয়’, ‘আর কত সস্তায়, নেমে এসো রাস্তায়’, ‘দাবি মোদের একটাই, ৫০ হাজার ভাতা চাই’, ‘আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে’ ইত্যাদি স্লোাগান দেন।

এ বিভাগের আরো খবর