বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিরাপদ সড়ক দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • প্রতিনিধি,গাজীপুর   
  • ১৬ জুলাই, ২০২৩ ১৮:২১

গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছি। আপাতত বিআরটি প্রকল্পের আওতাধীন নির্মিত এলিভেটেড অংশের কলেজ গেট এলাকার লেনটি বন্ধ করে দেয়া হয়েছে।’

নিরাপদ সড়ক নিশ্চিত করার পাঁচ দফা দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত টঙ্গীর কলেজ গেট এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় থেমে থেমে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

এই কর্মসূচি পালনের সময় বাসের ধাক্কায় এক শিক্ষার্থী আহত হয়। আহত আলিফ টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবম শ্রেণির ছাত্র। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- টঙ্গীর কলেজ গেট এলাকায় রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং ও স্পিড ব্রেকার দেয়া, এক মাসের মধ্যে পদচারী-সেতু নির্মাণ, কলেজ গেট এলাকায় স্থায়ীভাবে ট্রাফিক পুলিশ নিয়োগ, তিতুমীর কলেজের ছাত্র ফাহিম নিহতের ঘটনায় জড়িত জলসিঁড়ি পরিবহনের চালক ও তার সহকারীর ফাঁসি এবং রুট পারমিট বাতিল, পদচারী-সেতু না হওয়া পর্যন্ত বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট) লেনে যান চলাচল বন্ধ রাখা।

বিক্ষোভে বিভিন্ন প্লাকার্ড ও ব্যানার নিয়ে অংশ নেন টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, টঙ্গী সরকারি কলেজ, সাহাজউদ্দিন সরকার আদর্শ উচ্চবিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ, অক্সফোর্ড কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কর্মসূচি চলার এক পর্যায়ে শিক্ষার্থীদের এসব দাবি মেনে নিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করেন বিআরটি'র ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কলেজ গেট এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের ১৫ হাজারের বেশি ছাত্রছাত্রীকে প্রতিদিন সড়ক পারাপার হতে হয়। দীর্ঘদিন ধরে সড়ক পারাপারে ওই স্থানটিতে পদচারী-সেতু স্থাপন বা জেব্রা ক্রসিংয়ের দাবি জানিয়ে এলেও বিষয়টিতে নজর দেয়নি কর্তৃপক্ষ।

ওই স্থানে সড়ক পারাপার কিংবা গণপরিবহনে উঠতে গিয়ে গত ১০ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্তত ১৮ ব্যক্তির মৃত্যু হয়েছে।

সবশেষ রোববার সকালে হোসেন মার্কেট এলাকায় একটি বেসরকারি কোম্পানির নারী বিক্রয় কর্মকর্তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার একই স্থানে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সুহাদ মাহমুদ ফাহিমের মৃত্যু হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে অংশ নিয়ে টঙ্গী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফিরোজ লাভলু বলেন, ‘সমস্যাটি প্রায় এক দশকের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনও এ বিষয়ে গুরুত্ব দেয়নি। সড়ক দুর্ঘটনায় প্রায়ই ছাত্রছাত্রীরা আহত হচ্ছে, মারা যাচ্ছে। আমরা মানববন্ধন শেষে সড়ক অবরোধ করি। পরে পুলিশ ও বিআরটি কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নিলে আমরা সড়ক থেকে অবরোধ তুলে নেই।’

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার আলমগীর হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি জানিয়েছেন। আমরা তাদের দাবি মেনে নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছি। আপাতত বিআরটি প্রকল্পের আওতাধীন নির্মিত এলিভেটেড অংশের কলেজ গেট এলাকার লেনটি বন্ধ করে দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর