বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোটরসাইকেলে বাসের ধাক্কায় নারী আইনজীবী নিহত

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৬ জুলাই, ২০২৩ ১৬:০৩

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হলে পুলিশ বাসটি জব্দ করে। চালককেও আটক করা হয়।’

রাজধানীর যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলে বাসের ধাক্কায় পারভিন সুলতানা নামের সুপ্রিম কোর্টের এক নারী আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহকর্মী সাখাওয়াত হোসেন হিমেল আহত হন।

রোববার দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ৬০ বছর বয়সী পারভিন সুলতানার মৃত্যু হয়েছে বলে জানান। তিনি সূত্রাপুর এলাকার মোহনদাস লেনের কাগজীটোলার বাসিন্দা ছিলেন।

পারভিনের ভাই ফরিদউদ্দিন জানান, তার বোন সুপ্রিম কোর্টের আইনজীবী। তিনি তার সহকর্মী সাখাওয়াত হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের কুতুবখালী এলাকায় লাব্বায়েক নামের বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হলে পুলিশ বাসটি জব্দ করে। চালককেও আটক করা হয়।’

এ বিভাগের আরো খবর